Sunday, July 20, 2025

দেশের বাজারে কোপাইলট চ্যাটবটযুক্ত লেনোভোর নতুন দুই ল্যাপটপ

দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর কোপাইলট চ্যাটবটযুক্ত লেনোভোর দুটি নতুন মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ফাইভ আই ৮৩ডিএ০০৮বিএলকে এবং ৮৩ডিএ০০৮সিএলকে মডেলের এই ল্যাপটপ দুটিতে ইন্টেলের শক্তিশালী মেটিওর লেক কোর আলট্রা ৭–১৫৫এইচ প্রসেসর রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন কাজ এবং কনটেন্ট তৈরির ক্ষেত্রে অসাধারণ কর্মক্ষমতা প্রদান করে। ল্যাপটপ দুটির মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ লাখ ৪ হাজার টাকা এবং ১ লাখ ২৮ হাজার টাকা। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ইঞ্চি ওএলইডি পর্দার এই ল্যাপটপ দুটিতে ১৬ গিগাবাইট ডিডিআর৫এক্স–৭৪৬৭ র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ ক্ষমতা রয়েছে, যা একাধিক সফটওয়্যার একসঙ্গে ব্যবহারের জন্য আদর্শ। এছাড়া, টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তির কারণে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের কোনো ক্ষতি হয় না।

ল্যাপটপ দুটিতে ডলবি অ্যাটমস অপ্টিমাইজড প্রযুক্তির স্টেরিও স্পিকার, ফুল এইচডি আইআর ক্যামেরা এবং উইন্ডোজ হ্যালো বায়োমেট্রিক নিরাপত্তা–সুবিধা রয়েছে। এছাড়া, ওয়াই–ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ প্রযুক্তি সমর্থন করে এই ল্যাপটপগুলো। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ল্যাপটপগুলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র সকল শাখা এবং অনুমোদিত ডিলার হাউজে পাওয়া যাবে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.