আজকের দিনে জীবনযাত্রার প্রায় সবকিছুই নির্ভর করছে ইন্টারনেটের ওপর। কাজকর্ম, পড়াশোনা, বিনোদন, এমনকি ঘরে বসে বাজার করার ক্ষেত্রেও প্রয়োজন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। মোবাইল ডাটা থাকলেও বাসা বা অফিসে সবচেয়ে বেশি ভরসা করতে হয় ওয়াই-ফাই রাউটারের ওপর। কিন্তু অনেক সময় দেখা যায়, ইন্টারনেটের স্পিড ভালো থাকলেও ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং বা সোশ্যাল মিডিয়ায় কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। ফলে বিরক্তি তৈরি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ওয়াই-ফাই ধীরগতির হওয়ার কারণ ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাউটার থেকে বেশি দূরত্ব, পুরোনো হার্ডওয়্যারের দীর্ঘদিনের ব্যবহার, নির্দিষ্ট সংখ্যার বেশি ডিভাইসের নেটওয়ার্ক সংযোগ, ফার্মওয়্যার জটিলতা বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সমস্যার কারণে ওয়াই-ফাই স্পিড কমে যেতে পারে। অনেক সময় পুরোনো রাউটার বা ডিভাইস আধুনিক ইন্টারনেট গতির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে না।
ওয়াই-ফাই স্পিড বাড়ানোর ৫ উপায়:
এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে ওয়াই-ফাই স্পিডের সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।