গাজীপুর, ১৭ জুলাই ২০২৫: আগামীকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে শুরু হচ্ছে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অ্যাপ্লিকেশন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ইএটিএল ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটি। বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নতুন শিল্পবিপ্লবের পথ দেখাচ্ছে এবং তথ্যভিত্তিক উন্নয়নে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেটা সায়েন্স, এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশের প্রেক্ষাপটে ডেটা সায়েন্স ও এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান জানান, সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকেরা অংশ নেবেন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি থাকবেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। উদ্বোধনী ভাষণ দেবেন ইউনিভার্সিটি অব টেক্সাস, ডালাসের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক লতিফুর খান।
এই আয়োজন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিশ্বমঞ্চে দেশের অবস্থান জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।