অনার বাংলাদেশ দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ‘এক্স৬সি’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। এই ফোনটিতে এআই ইরেজারসহ একাধিক এআই টুল রয়েছে, যা দিয়ে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু সহজেই মুছে ফেলা যায়। ফলে সেলফি বা দলগত ছবিতে কোনো পথচারীর ছবি এলে তা দ্রুত মুছে ফেলা সম্ভব। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৯৯৯ টাকা। গত মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে অনার ফোনের পরিবেশক স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে স্মার্টফোনের কার্যকারিতা ও উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা এই নতুন মডেলের ফোনটি বাজারে এনেছি।”
অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, “এআই প্রযুক্তির বিভিন্ন বৈশিষ্ট্য স্মার্টফোনের ব্যবহারকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এক্স৬সি মডেলের এই ফোনটি সাশ্রয়ী মূল্যে এআই প্রযুক্তিনির্ভর একটি স্মার্টফোন। যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন, ছবি তোলেন বা গেম খেলেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী।”
অনুষ্ঠানে জানানো হয়, ফোনটিতে ৬.৬ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে বড় পর্দায় উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা এবং গেম খেলা আরও স্বচ্ছন্দ হয়। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনটিতে ৫,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়।
ফোনটিতে ক্রাশ রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে, যার কারণে প্রায় পাঁচ ফুট উচ্চতা থেকে পড়ে গেলেও পর্দায় ফাটল বা দাগ পড়ে না। এছাড়া, আইপি৬৪ সুবিধার কারণে ফোনটি পানি ও ধুলা প্রতিরো�ধী। ফলে বৃষ্টির পানিতে ভিজলেও পর্দার কোনো ক্ষতি হয় না। আলট্রা পাওয়ার সেভিং মোডের সুবিধার কারণে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৬০ মিনিট পর্যন্ত কথা বলা যায়।