অনুষ্ঠানে লাং গুও বলেন, “এই ফোনটি সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে তৈরি। ভাঁজ খোলা অবস্থায় এর পর্দা ৭.৯৫ ইঞ্চি এবং বন্ধ অবস্থায় ৬.৪৩ ইঞ্চি, যা ব্যবহারকারীদের অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। উন্নত হিঞ্জ মেকানিজম এবং এআই-নির্ভর প্রযুক্তির কারণে দীর্ঘদিন ব্যবহারেও পর্দায় ভাঁজের কোনো দাগ পড়বে না।” ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ রয়েছে। এছাড়া, ৫,৮২০ মিলি অ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ফোনটিকে দীর্ঘসময় ব্যবহারের উপযোগী করে তুলেছে।
অনারের ব্যবসা বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, “বর্তমানে সবকিছুতেই এআই-বিপ্লব চলছে। এই বিপ্লবকে সামনে রেখে ম্যাজিক ভি৫-এ সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে।” ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা। তবে ৩০ আগস্ট পর্যন্ত প্রি-অর্ডারে ২০ হাজার টাকা ছাড়ের পাশাপাশি অনার চয়েস হেডফোন প্রো এবং ১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড উপহার হিসেবে পাওয়া যাবে। এছাড়া, ১২ মাসের সুদমুক্ত ইএমআই সুবিধাও রয়েছে।
একই অনুষ্ঠানে অনার প্যাড ১০ মডেলের একটি ট্যাবলেটও উন্মোচন করা হয়। সপ্তম প্রজন্মের স্ন্যাপড্রাগন প্রসেসরে চালিত এই ট্যাবলেটে রয়েছে ৮ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট স্টোরেজ এবং ১০,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এর দাম ধরা হয়েছে ৩৯ হাজার ৯৯৯ টাকা, এবং এটির সঙ্গে একটি স্মার্ট স্টাইলাস পেনও দেওয়া হবে।