গুগল জানিয়েছে, ‘গাইডেড লার্নিং’ এমন প্রশ্ন উপস্থাপন করে, যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণমূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে। এই সুবিধা শিক্ষার্থীদের শেখার ধরন বুঝে তথ্য উপস্থাপন করে এবং ছবি, ডায়াগ্রাম, কুইজ ও ভিডিওর সমন্বয়ে শিক্ষার বিষয়গুলোকে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও বন্ধুসুলভ পরিবেশে যেকোনো প্রশ্ন করতে পারে। ফলে শ্রেণিকক্ষে যেসব প্রশ্ন জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করেন শিক্ষার্থীরা, সেগুলোর উত্তর সহজেই পাওয়া যায়।
গুগলের তথ্যমতে, এই সুবিধা শিক্ষকদের জন্যও সহায়ক। শিক্ষকরা ‘গাইডেড লার্নিং’-এর নির্দিষ্ট লিংক শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এমনকি শিক্ষার্থীদের সরাসরি গুগল ক্লাসরুমের সঙ্গে যুক্ত করার সুযোগও রয়েছে। এর ফলে শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি হবে।
গুগলের এই উদ্ভাবন শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের স্বাধীনভাবে শেখার প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে।