কল শিডিউল
‘কল শিডিউল’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকে গ্রুপ কলের তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট গ্রুপে জানিয়ে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই গ্রুপ সদস্যরা এই শিডিউলের বিজ্ঞপ্তি দেখতে পাবেন, ফলে নির্ধারিত সময়ে কলে যোগ দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে ‘কলস’ ট্যাবের ‘+’ বোতামে ক্লিক করে কলের দিন ও সময় নির্বাচন করা যাবে। কল শুরুর কিছুক্ষণ আগে অংশগ্রহণকারীদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া, ‘কলস’ ট্যাবে আসন্ন কলের তালিকা, অংশগ্রহণকারীদের নাম এবং ব্যক্তিগত ক্যালেন্ডারে লিংক যোগ করার সুবিধাও রয়েছে।
রেইজ হ্যান্ডস ও ইমোজি রিঅ্যাকশন
গ্রুপ কলকে আরও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপ যুক্ত করেছে ‘রেইজ হ্যান্ডস’ ফিচার। এর মাধ্যমে কথোপকথনের মাঝে বাধা না দিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করা যাবে। এছাড়া, ইমোজি রিঅ্যাকশন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে মতামত বা অনুভূতি জানানো সম্ভব, যা কলকে আরও আকর্ষণীয় করে তুলবে।
রিয়েল টাইম ট্র্যাকিং
কল লিংক তৈরিকারীদের জন্য যুক্ত হয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা। কেউ লিংকের মাধ্যমে কলে যোগ দিলে গ্রুপ প্রশাসক তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন। এর ফলে কলের অংশগ্রহণকারীদের উপস্থিতি সহজেই ট্র্যাক করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন ফিচারগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত, যাতে অংশগ্রহণকারীদের বাইরে কেউ কলের তথ্য জানতে না পারে। এই সুবিধাগুলো বিশ্বব্যাপী ধাপে ধাপে চালু হচ্ছে, যা ব্যক্তিগত ও পেশাগত গ্রুপ কলকে আরও সুবিধাজনক ও কার্যকর করবে।