চলতি বছরের এপ্রিলে ওপেনএআই পেমেন্ট প্ল্যাটফর্ম শপিফাইয়ের সঙ্গে অংশীদারত্ব করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শপিফাইয়ের চেকআউট প্রযুক্তি ইতোমধ্যে টিকটকের মতো প্ল্যাটফর্মে ব্যবহৃত হচ্ছে, যা ওপেনএআইয়ের ই–কমার্স উদ্যোগের জন্য কার্যকর সমাধান হতে পারে। ওপেনএআই ও শপিফাই ইতোমধ্যে কিছু ব্র্যান্ডের কাছে এই সুবিধার প্রাথমিক সংস্করণ উপস্থাপন করেছে এবং আর্থিক শর্তাবলি নিয়ে আলোচনা করছে।
ওপেনএআইয়ের বর্তমান আয়ের প্রধান উৎস হলো চ্যাটজিপিটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন। তবে এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কাছ থেকেও আয় করার সুযোগ তৈরি করছে। প্রায় ৩০ হাজার কোটি ডলার মূল্যের এই স্টার্টআপটি এখনো লাভজনক অবস্থানে পৌঁছায়নি। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত ওপেনএআইয়ের বার্ষিক রাজস্ব হার ১০০০ কোটি ডলারে পৌঁছেছে, তবে গত বছর প্রতিষ্ঠানটি প্রায় ৫০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অনেক ব্যবহারকারী এখন পণ্য অনুসন্ধানের জন্য গুগল সার্চের পরিবর্তে এআই চ্যাটবটের দিকে ঝুঁকছেন। এই প্রবণতা গুগলের বিজ্ঞাপনভিত্তিক ব্যবসায়িক মডেলের জন্য হুমকি তৈরি করতে পারে। তবে চ্যাটজিপিটির চেকআউট সুবিধা এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এর বিস্তারিত অনেক কিছু পরিবর্তন হতে পারে
বিশেষজ্ঞরা মনে করছেন, ওপেনএআইয়ের এই পদক্ষেপ ই–কমার্স শিল্পে নতুন গতিপ্রকৃতি আনতে পারে। চ্যাটজিপিটির বিশাল ব্যবহারকারী ভিত্তির সুবিধা নিয়ে এই প্ল্যাটফর্মটি শুধু একটি চ্যাটবট নয়, বরং একটি সম্পূর্ণ কেনাকাটার সহকারী হিসেবে আবির্ভূত হতে পারে
চ্যাটজিপিটিতে কেনাকাটার সুবিধায় কমিশন নেবে ওপেনএআই: নতুন রাজস্ব মডেলের পথে
ঢাকা, ১৯ জুলাই ২০২৫: স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআই চ্যাটজিপিটির কেনাকাটা–সংক্রান্ত সুবিধায় কমিশন যুক্ত করার পরিকল্পনা করছে, যা প্রতিষ্ঠানটির জন্য নতুন রাজস্ব উৎস সৃষ্টি করবে। এই উদ্যোগের মাধ্যমে ওপেনএআই ই–কমার্স খাতে প্রবেশের একটি কৌশলগত পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।বর্তমানে চ্যাটজিপিটিতে পণ্যের তথ্য প্রদর্শনের পাশাপাশি এমন লিংক দেওয়া হয়, যেগুলোতে ক্লিক করলে ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের ওয়েবসাইটে চলে যান। তবে নতুন পরিকল্পনার আওতায় ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মাধ্যমেই কেনাকাটার লেনদেন সম্পন্ন করতে পারবেন। এ জন্য ওপেনএআই চ্যাটজিপিটিতে সরাসরি চেকআউট সুবিধা যুক্ত করার কাজ করছে। এই সিস্টেমে পণ্যের অর্ডার গ্রহণ ও প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন হলে বিক্রেতাদের ওপেনএআইকে কমিশন প্রদান করতে হবে।