পুরোনো এসির বিদ্যুত খরচ বৃদ্ধির কারণ
সাধারণত একটি এসির আয়ু ১০-১৫ বছর। এ সময়ের পর কম্প্রেসর, মোটর ও কয়েলের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষয়প্রাপ্ত হয়। ফলে এসির কুলিং ক্ষমতা কমে যায় এবং ঘর ঠান্ডা রাখতে এসিকে বেশি পরিশ্রম করতে হয়। এতে বিদ্যুত খরচ বাড়ে।
পুরোনো এসিতে ইনভার্টার প্রযুক্তি থাকে না, যা তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে বিদ্যুত অপচয় কমায়। এছাড়া, নিয়মিত সার্ভিসিং না করলে ধুলো, ময়লা ও মরিচা জমে এসির কার্যক্ষমতা হ্রাস পায়। গ্যাস লিকেজের সমস্যাও দেখা দিতে পারে, যা কুলিং ক্ষমতা কমিয়ে এসির উপর চাপ বাড়ায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরোনো এসিতে রেফ্রিজারেন্ট লিক হওয়ার ঝুঁকি বেশি, যা সিস্টেমের উপর চাপ বাড়ায় এবং বিদ্যুত খরচ বৃদ্ধি করে। এছাড়া, পুরোনো এসিগুলোর স্টার রেটিং কম থাকে, যা এনার্জি এফিশিয়েন্সি হ্রাস করে এবং বিদ্যুত অপচয় বাড়ায়।
সমাধান কী?
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যদি আপনার এসি ১০ বছরের বেশি পুরোনো হয়, তবে নতুন এসি কেনা বুদ্ধিমানের সিদ্ধান্ত। আধুনিক ইনভার্টার এসি এবং উচ্চ স্টার রেটিং সম্পন্ন এসি বিদ্যুত খরচ কমায় এবং ভালো কুলিং প্রদান করে। নিয়মিত সার্ভিসিং এবং রেফ্রিজারেন্ট লিক পরীক্ষা করাও এসির কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক।
নতুন এসি কিনে বিদ্যুত বিলের বোঝা কমানোর পাশাপাশি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করুন।