ইলেক্ট্রনিকস ডিভাইসের ওপর ভরসা করা নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন, এসব ডিভাইসের কোনো নির্ভরতা নেই, আবার কেউ বলেন—যত্ন নিলে সবকিছুই ভালো ফল দেয়। স্মার্টফোনের ক্ষেত্রেও তাই। এটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী। অথচ অসতর্কতা কিংবা অবহেলার কারণে প্রিয় ফোনটি নষ্ট হয়ে যেতে পারে।
কখনো হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, আবার কখনো অসাবধানতায় পানির সংস্পর্শে এসে কাজ করা বন্ধ করে দেয়। তবে এমন কিছু বিষয় আছে, যেগুলো মেনে চললে আপনার প্রিয় ফোনটি দীর্ঘদিন ভালো থাকবে। নিচে সেসব পরামর্শ তুলে ধরা হলো—
পোর্ট পরিষ্কার রাখুন
ফোনের চার্জিং পোর্ট কিংবা হেডফোন জ্যাকে ধুলাবালি জমে গেলে ফোনে চার্জ বা সাউন্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত টুথপিকের সাহায্যে ধীরে ধীরে পোর্ট পরিষ্কার করুন। স্পিকার ও মাইক্রোফোনের ধুলাবালি শুকনা ব্রাশ দিয়ে পরিষ্কার করা যেতে পারে।
নিয়মিত আপডেট ইনস্টল করুন
অনেকেই ফোন আপডেট এড়িয়ে যান। কিন্তু সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট না করায় ফোন ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে, এমনকি হ্যাকারদের টার্গেটেও পরিণত হতে পারে। তাই মোবাইল ফোনটি নিয়মিত আপডেট রাখা জরুরি।
ভালো মানের কাভার ব্যবহার করুন
ফোন কেনার সঙ্গে সঙ্গেই ভালো মানের একটি কাভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করলে সেটি দুর্ঘটনাজনিত ক্ষতি থেকে অনেকটাই নিরাপদ থাকবে। ফোনের বাহ্যিক অবস্থা ভালো থাকলে পরবর্তীতে বিক্রি করতেও ভালো দাম পাওয়া যাবে।
অপ্রয়োজনীয় অ্যাপ ও ছবি বাদ দিন
অনেক সময় অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি ও ভিডিও ফোনে জমা হয়ে স্টোরেজ দখল করে রাখে, ফলে ফোনটি ধীরগতির হয়ে পড়ে। ছবি ও ভিডিও ক্লাউডে ব্যাকআপ নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দিন। এতে ফোন দ্রুত এবং কার্যকর থাকবে।
পরিশেষে বলা যায়, সামান্য কিছু সচেতনতাই আপনার স্মার্টফোনের আয়ু বাড়িয়ে দিতে পারে। তাই নিয়মিত যত্ন ও ব্যবহারবিধি মেনে চলাই হচ্ছে ফোনের প্রকৃত নিরাপত্তা।