উন্নত ও টেকসই টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘টাওয়ারকো বিল্ড ফরোয়ার্ড ফোরাম ২০২৫’। ‘ইউনিফায়িং টাওয়ারকো ফর আ স্মার্টার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ফোরামে টাওয়ার খাতে নিবন্ধিত চারটি প্রতিষ্ঠান—ইডটকো বাংলাদেশ, ফ্রন্টিয়ার টাওয়ারস, সামিট টাওয়ারস এবং এটিসি টাওয়ার—অংশ নেয়। এই ফোরামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ টাওয়ারকো অ্যাসোসিয়েশন’, যা টাওয়ার শিল্পের একীভূত উদ্যোগে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেন, “টেলিযোগাযোগ শিল্প ডিজিটাল অর্থনীতির মূল চালিকাশক্তি। সম্মিলিত উদ্যোগ ও স্বচ্ছ নীতির মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নিতে হবে।” তিনি প্রস্তাবিত ‘ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেকটিভিটি সার্ভিস প্রোভাইডার (এনআইসিএসপি)’ কাঠামোকে স্বচ্ছতা ও সম্ভাবনার নতুন দ্বার হিসেবে উল্লেখ করেন।
প্যানেল আলোচনায় টাওয়ারকো প্রতিনিধিরা সাইট অধিগ্রহণে জটিলতা, টেকসই জ্বালানি সরবরাহ, ইনডোর কভারেজের ঘাটতি এবং ব্যাটারি চুরির মতো দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধানের দাবি জানান। ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “সঠিক নীতিনির্ধারণ ও বাজারের পূর্বাভাসযোগ্যতা নিশ্চিত করা গেলে কৌশলগত বিনিয়োগ বাড়বে এবং ডিজিটাল সেবার ব্যয় কমবে।” ফ্রন্টিয়ার টাওয়ারসের সিইও মো. সিরাজুস সালেহীন মনে করেন, “বাংলাদেশ টাওয়ারকো অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
এই ফোরাম ও নতুন সংগঠনের যাত্রা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্মার্ট ও টেকসই অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী দিনে এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।