বিশাল গ্রহাণু ‘২০০৫ ভিও৫’ আজ পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে
আজ শুক্রবার পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে বিশাল আকৃতির গ্রহাণু ‘২০০৫ ভিও৫’। প্রায় ১,২০০ ফুট লম্বা এই গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসলেও সংঘর্ষের আশঙ্কা নেই বললেই চলে। তবে এর বড় আকারের কারণে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এটির উপর কড়া নজর রাখছেন। নাসার তথ্যমতে, গ্রহাণুটি আজকের মধ্যেই পৃথিবীর সীমারেখা অতিক্রম করবে।নাসার তথ্য অনুযায়ী, এই বিশাল গ্রহাণুটি মহাকাশে ঘণ্টায় ৩২,০০০ মাইলেরও বেশি গতিতে ছুটে চলছে। তবে এটি পৃথিবী থেকে প্রায় ৩৭ লাখ ৮০ হাজার কিলোমিটার দূরত্বে থেকে অতিক্রম করবে। এই দূরত্ব মহাকাশের মাপকাঠিতে কাছাকাছি বলে বিবেচিত হওয়ায় গ্রহাণুটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘২০০৫ ভিও৫’ অ্যাটেন গ্রহাণু গ্রুপের অন্তর্গত, যারা প্রায়ই পৃথিবীর কক্ষপথের কাছ দিয়ে অতিক্রম করে। এ কারণে এটি পৃথিবীতে আঘাত না করলেও, কাছাকাছি আসার সুযোগে বিজ্ঞানীরা এটি পর্যবেক্ষণের জন্য বিশেষ সুযোগ পাচ্ছেন। গ্রহাণুর আকার ও গতি এর ভয়াবহতা নির্ধারণ করে। ছোট গ্রহাণু বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে ছাই হয়ে উল্কাপাতের সৃষ্টি করে। কিন্তু বড় গ্রহাণু, যেগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে, ভূপৃষ্ঠে আঘাত করলে বিশাল গর্ত তৈরি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। নাসার বিজ্ঞানীরা এই গ্রহাণুর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের গ্রহাণুর গতিপথ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা যায়। **সূত্র: টাইমস অব ইন্ডিয়া**