জেমিনি চ্যাটবটের বিরুদ্ধে অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের অভিযোগ
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি-ভিত্তিক জেমিনি চ্যাটবটের বিরুদ্ধে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনে থাকা তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। এমনকি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আদান-প্রদান করা বার্তার তথ্যও সংগ্রহ করছে এই চ্যাটবট। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের উপযোগী উত্তর প্রদানের জন্য বার্তা বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।গুগলের তথ্য অনুযায়ী, জেমিনি চ্যাটবটে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ও ইউটিলিটিজ অ্যাপ-সম্পর্কিত সহায়তা সুবিধা চালু করা হয়েছে। এমনকি ‘জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি’ সেটিংস বন্ধ থাকলেও এই সুবিধাগুলো চালু থাকবে। তবে সেটিংস বন্ধ থাকলে ব্যবহারকারীদের বার্তা ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা হবে। অর্থাৎ, এই সুবিধা বন্ধ করলেও জেমিনি চ্যাটবট তিন দিন পর্যন্ত ব্যবহারকারীদের বার্তা সংরক্ষণ করবে। এই নতুন পরিবর্তনের ফলে গুগল ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোনে থাকা বিভিন্ন অ্যাপের সংবেদনশীল তথ্য সংরক্ষণ করছে, যা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে গুগলের দাবি, এই নতুন সুবিধার ফলে জেমিনি চ্যাটবট আগের তুলনায় আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। এছাড়া, হোয়াটসঅ্যাপে প্রাপ্ত বার্তার উত্তর জেমিনির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লিখে পাঠানোর সুবিধাও যুক্ত হয়েছে। জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি সুবিধা বন্ধ করতে অ্যান্ড্রয়েড ফোনে জেমিনি অ্যাপ চালু করে উপরের ডান কোণে প্রোফাইল চিহ্নে ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে ‘জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি’ অপশন নির্বাচন করে টগল সুইচ বন্ধ করতে হবে। এই ঘটনা প্রযুক্তি বিশ্বে ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, এবং গুগলের এই পদক্ষেপ নিয়ে বিতর্ক চলছে।