থার্ড পার্টি অ্যাপ ব্যবহার
অনেকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপের পরিবর্তে হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবিওয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ প্লাসের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। কিন্তু এই অ্যাপগুলো ব্যবহার নিষিদ্ধ। এগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে। তাই সবসময় অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করুন।
হুমকি বা হয়রানি
কাউকে হয়রানি বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে মেসেজ পাঠালে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। এছাড়া ঘৃণাত্মক বা আপত্তিকর বার্তা পাঠানোও হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন। এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন।
পরিচয় চুরি
অন্য কারও নাম, প্রোফাইল ছবি বা পরিচয় ব্যবহার করে মেসেজ করলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। বিশেষ করে কোনো সেলিব্রিটি, ব্র্যান্ড বা সংস্থার ছদ্মবেশে অ্যাপ ব্যবহার করাও নিষিদ্ধ। এটি হোয়াটসঅ্যাপের নীতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।
রিপোর্ট ও স্প্যাম
যদি একাধিক ব্যবহারকারী আপনার অ্যাকাউন্ট রিপোর্ট করেন, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবস্থা নিতে পারে, এমনকি অ্যাকাউন্ট বন্ধ করতে পারে। রিপোর্টকারী ব্যক্তি আপনার পরিচিতি তালিকায় আছে কি না, তা বিবেচনা করা হয় না। এছাড়া কাউকে অযাচিতভাবে একের পর এক মেসেজ পাঠালে এবং সেগুলো স্প্যাম হিসেবে চিহ্নিত হলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে।
হোয়াটসঅ্যাপের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই ভুলগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের সতর্ক থাকা এবং কমিউনিটি গাইডলাইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।