বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫: ১১তম আসরের নিবন্ধন শুরু
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। ১১তম আসরের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত। এই অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীরা ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করছে। গত শুক্রবার (১১ জুলাই ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসপিএসবি।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিজেএসও ২০২৫ বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ হলো অনলাইন নিবন্ধন, যা ইতিমধ্যে শুরু হয়েছে। এরপর আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্বের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বের অলিম্পিয়াডে অংশ নেবেন। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত হবে বিডিজেএসও ক্যাম্প। এই ক্যাম্প থেকে ১০ থেকে ১৫ জনের একটি দল গঠন করা হবে, যারা দেড় মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে বিচারকদের রায়ে সেরা ৬ জন শিক্ষার্থীর সমন্বয়ে বাংলাদেশ দল গঠন করা হবে, যারা আইজেএসও-তে অংশ নেবেন। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড তিনটি শ্রেণিতে আয়োজিত হবে: প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) এবং সেকেন্ডারি (নবম থেকে একাদশ শ্রেণি)। অলিম্পিয়াডের মূল বিষয় হিসেবে থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। নিবন্ধনসহ বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: [online.bdjso.org](http://online.bdjso.org)।[](https://bdjso.org/) বরাবরের মতো এবারও অলিম্পিয়াডের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা এবং কিশোর আলো।