কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নানা কাজে ব্যবহার করছেন অনেকেই। তবে এর দেওয়া ভুল তথ্যের কারণে বড় ধরনের বিপাকে পড়েছেন স্পেনের তরুণী ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মেরি ক্যালডাস। ছুটি কাটাতে সঙ্গীর সঙ্গে পুয়ের্তো রিকো যাওয়ার পরিকল্পনা থাকলেও ভ্রমণসংক্রান্ত ভুল তথ্যের কারণে শেষ পর্যন্ত বিমানে উঠতে পারেননি তিনি।
ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মেরি ক্যালডাস। সেই মুহূর্তের ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করলে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ক্যালডাস জানান, চ্যাটজিপিটি তাঁকে জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের পুয়ের্তো রিকো ভ্রমণে ভিসার প্রয়োজন হয় না। কিন্তু নিয়ম অনুযায়ী, ভিসা না লাগলেও ‘ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন’ (ইস্টা) নিতে হয়। বিষয়টি না জানার কারণেই বিমানবন্দরে গিয়েও ভ্রমণে ব্যর্থ হন তিনি ও তাঁর সঙ্গী।
নিজের ভুল বুঝতে পেরে ক্যালডাস বলেন, আরও খোঁজ নেওয়া উচিত ছিল। মজা করে তিনি এটিও বলেন যে মাঝেমধ্যে চ্যাটজিপিটিকে গালাগাল করতেন, হয়তো সেই কারণে এআই সহকারীটি তাঁর সঙ্গে ‘প্রতিশোধ’ নিয়েছে। এখন আর চ্যাটজিপিটির ওপর ভরসা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের ঘটনা এর আগে ঘটেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৬০ বছর বয়সী এক ব্যক্তি চ্যাটজিপিটির পরামর্শে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা জানান, ওই ব্যক্তি খাদ্যতালিকা থেকে সোডিয়ামের মাত্রা প্রায় শূন্যে নামিয়ে আনার ফলে রক্তে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। এতে তাঁর শরীরে ‘হাইপোনাট্রেমিয়া’ নামের বিপজ্জনক অবস্থা তৈরি হয়।