ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন ফিচারটি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতার জন্য চালু করা হচ্ছে। কোলাবরেশনের জন্য কোনো নির্মাতাকে ট্যাগ করার আগে সংশ্লিষ্ট নির্মাতার কাছে ইনভাইটেশন পাঠাতে হবে এবং তাকে সেই ইনভাইটেশন গ্রহণ করতে হবে। ট্যাগকৃত নির্মাতার সম্মতি ছাড়া তার নাম যুক্ত করা যাবে না।
ইউটিউবের হেল্প পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, “কনটেন্ট কোলাবরেশন ফিচারটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতার জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এটি ব্যাপকভাবে সব নির্মাতার জন্য চালু করার পরিকল্পনা রয়েছে।”
এই ফিচারটি পুরোপুরি চালু হলে নির্মাতারা একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন, যা তাদের ভিডিওর দর্শক সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ইউটিউব নির্মাতারা তাদের কনটেন্টের প্রচার ও জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন।