আজকাল স্মার্টফোন ছাড়া একদিনও কল্পনা করা কঠিন। অফিসের কাজ, পড়াশোনা, খবর দেখা, বিনোদন—সবই এখন হাতের মুঠোয়। কিন্তু এই নির্ভরতার সঙ্গে জড়িয়ে আছে একটি অভ্যাস—প্রতিদিন ফোন চার্জ দেওয়া। অনেকেই ভাবেন, প্রতিদিন চার্জ দিলে বিদ্যুৎ বিল কি বেড়ে যায়? মাস শেষে কি বাড়তি খরচ গুনতে হয়? আবার অনেকে কৌতূহলী হয়ে জানতে চান, একবার ফোন চার্জে আসলে কত টাকা খরচ হয়?
বিশেষজ্ঞদের মতে, ফোন চার্জে বিদ্যুৎ খরচ হয় খুবই সামান্য, এতটাই কম যে মাসিক বা বার্ষিক বিদ্যুৎ বিলে এর প্রভাব প্রায় নগণ্য। একটি সাধারণ চার্জারের শক্তি সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে থাকে। ৫ ওয়াটের চার্জার ধীরগতির এবং ১৮ থেকে ২০ ওয়াটের চার্জার দ্রুতগতির হয়। ফোনের ব্যাটারি ক্ষমতা ও চার্জারের শক্তির ওপর নির্ভর করে সম্পূর্ণ চার্জ হতে ১ থেকে ২ ঘণ্টা সময় লাগে।
একবার চার্জে কত বিদ্যুৎ খরচ হয়?
ধরা যাক, আপনি ১০ ওয়াটের একটি চার্জার ব্যবহার করছেন এবং ফোন চার্জ হতে ২ ঘণ্টা সময় নিচ্ছে। তাহলে বিদ্যুৎ খরচ হবে:
১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট-ঘণ্টা = ০.০২ ইউনিট (১ ইউনিট = ১০০০ ওয়াট-ঘণ্টা)।
অর্থাৎ, একবার ফোন চার্জে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
প্রতিদিন একবার চার্জ দিলে বছরে মোট খরচ হবে:
০.০২ ইউনিট × ৩৬৫ দিন = ৭.৩০ ইউনিট।
যদি বিদ্যুতের প্রতি ইউনিট মূল্য ১০ টাকা ধরা হয়, তবে বছরে ফোন চার্জে খরচ হবে মাত্র ৭৩ টাকা।
বিদ্যুৎ বিল বাঁচাতে করণীয়
ফোন চার্জ শেষ হলে চার্জার প্লাগ থেকে খুলে ফেলুন, কারণ ফোন না থাকলেও চার্জার প্লাগ ইন থাকলে বিদ্যুৎ খরচ হয়।
পুরোনো চার্জারের পরিবর্তে উচ্চক্ষমতাসম্পন্ন দক্ষ চার্জার ব্যবহার করুন।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ফোন চার্জিং নিয়ে অতিরিক্ত চিন্তার প্রয়োজন নেই। বরং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্কতা অবলম্বন করলেই বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.