গুলশানে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন চালু: পরিবেশবান্ধব পরিবহনের নতুন পদক্ষেপ
রাজধানীর গুলশানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে অত্যাধুনিক বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন চালু করেছে মার্সিডিজ বেঞ্জ গাড়ির বাংলাদেশের পরিবেশক র্যানকন মোটরস লিমিটেড। এই চার্জিং স্টেশনে মার্সিডিজ বেঞ্জের গাড়ির পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিও চার্জ করা যাবে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, লিগ্যাল অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান সামিউল হাশিম, র্যানকন মোটরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ানুল জিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা প্রসারের লক্ষ্যে এই চার্জিং স্টেশনটি স্থাপন করা হয়েছে। জ্বালানি খরচ তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই ধরনের অবকাঠামো মানুষকে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে আরও উৎসাহিত করবে। বর্তমানে মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশে ২০টির বেশি এসি চার্জার স্টেশন পরিচালনা করছে। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘চার্জ ইজি’ অ্যাপ ডাউনলোড করে নিকটবর্তী চার্জিং স্টেশন খুঁজে পেতে পারেন এবং ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিরাপদে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের সঙ্গে এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত। আমাদের প্রধান কার্যালয়ে এই ইভি চার্জিং স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে অবদান রাখার চেষ্টা করছি। শিগগিরই চট্টগ্রাম শাখাতেও একটি চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।’ র্যানকন মোটরস লিমিটেডের সিইও রেদওয়ানুল জিয়া বলেন, ‘আইপিডিসির সহযোগিতায় এই উদ্যোগ বাংলাদেশের ইভি ইকোসিস্টেমকে আরও এগিয়ে নিয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা কেবল ইভি সলিউশন প্রচার করছি না, বরং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছি।’