অনলাইনে ‘সাইহো’ নামে পরিচিত ডেবিয়াক একসময় ওপেনএআইয়ের কর্মী ছিলেন। এবার তিনি সেই প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলকে পরাজিত করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘অ্যাটকোডার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস’ প্রতিবছর শীর্ষ ১২ জন প্রতিযোগীকে আমন্ত্রণ জানায়। তবে এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় মানুষের পাশাপাশি ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছে।
১০ ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা ‘হিউরিস্টিক কনটেস্ট’ বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের একটি জটিল অপ্টিমাইজেশন সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়, যা ‘এনপি হার্ড’ শ্রেণির অন্তর্গত। এ ধরনের সমস্যার নির্ভুল সমাধান খুঁজে বের করা অত্যন্ত কঠিন। সব প্রতিযোগীর জন্য একই ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছিল। চূড়ান্ত ফলাফলে ডেবিয়াকের তুলনায় এআই মডেলটি ৯.৫ শতাংশ কম নম্বর পেয়েছে। তবে এই এআই মডেল বাকি ১০ জন শীর্ষ মানব প্রতিযোগীকে পেছনে ফেলেছে, যারা বছরব্যাপী বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন।
ওপেনএআই এই ফলাফলকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, “অ্যাটকোডার হিউরিস্টিকস ওয়ার্ল্ড ফাইনালে আমাদের মডেল দ্বিতীয় স্থান অর্জন করেছে! বিজয়ীকে অভিনন্দন।” এ বিষয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এক্সে লিখেছেন, “ভালো করেছ, সাইহো।”
এই জয় প্রযুক্তি জগতে মানুষের বুদ্ধিমত্তার শক্তি ও সৃজনশীলতার একটি উজ্জ্বল প্রমাণ। তবে এআইয়ের অসাধারণ পারফরম্যান্সও প্রমাণ করে যে, ভবিষ্যতে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে।