বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই শিগগিরই একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার বাজারে আনতে চলেছে, যা গুগল ক্রোমের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবে। এ লক্ষ্যে ওপেনএআই ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি নতুন টুল উন্মোচন করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করতে পারবেন। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ কেবল ওয়েব ব্রাউজিং নয়, বরং একটি পূর্ণাঙ্গ এআই-ভিত্তিক ডিজিটাল সহকারীর দিকে এগিয়ে যাচ্ছে।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের সার্চ ইঞ্জিনে দৈনিক কতটি অনুসন্ধান হয়, তা সুনির্দিষ্টভাবে প্রকাশ না করলেও সম্প্রতি জানিয়েছে, বছরে গুগলে প্রায় ৫ ট্রিলিয়ন অনুসন্ধান হয়, যা গড়ে দৈনিক ১,৪০০ কোটির কাছাকাছি। ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নিল প্যাটেলের মতে, গুগলে দৈনিক গড়ে ১,৩৭০ কোটি অনুসন্ধান হয়। এছাড়া, মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্কটোরো ও ডাটোস জানিয়েছে, গুগলের দৈনিক অনুসন্ধান ১,৬৪০ কোটির কাছাকাছি।
চ্যাটজিপিটির দ্রুত বৃদ্ধি প্রযুক্তি খাতে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী সাম অল্টম্যান জানিয়েছিলেন, চ্যাটজিপিটি দৈনিক ১০০ কোটির বেশি প্রম্পট পাচ্ছে। এর মানে, মাত্র আট মাসে চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণেরও বেশি বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই গতি অব্যাহত থাকলে ভবিষ্যতে চ্যাটজিপিটি গুগলের মতো সার্চ ইঞ্জিনের সঙ্গে ব্যবহারের সংখ্যার দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
ওপেনএআইয়ের নতুন ব্রাউজার এবং চ্যাটজিপিটি এজেন্ট প্রযুক্তি জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তবে, এর সঙ্গে গুগলের মতো প্রতিষ্ঠিত প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা এবং ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার বিষয়টিও আলোচনায় আসছে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, চ্যাটজিপিটির এই উত্থান ডিজিটাল জগতের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।