ঢাকা, ১৫ জুলাই ২০২৫: আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো বায়োটেক ইলেকট্রনিকস এআই অ্যান্ড রোবোটিকস (বিয়ার) এবং ন্যাশনাল সেমিকন্ডাক্টর সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন যৌথভাবে আয়োজন করছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। আজ মঙ্গলবার আইসিটি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় ‘বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ শীর্ষক এই সম্মেলন বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস খাতের সম্ভাবনা অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, দেশের তরুণ মেধাবীদের সঙ্গে শিল্পখাতের ব্যক্তিদের অংশীদারত্ব গড়ে তুলে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে এই উদ্যোগ।
আইসিটি বিভাগ জানিয়েছে, এই সম্মেলন দেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশকে বিশ্বের প্রযুক্তি মানচিত্রে আরও এগিয়ে নেবে।