Monday, July 21, 2025

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: প্রাণহানি ও ভাইরাল পোস্ট নিয়ে তদন্ত

 রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘনবসতি এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এ সময় স্কুলে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল, ফলে বহু শিক্ষার্থী হতাহত হয়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবি উদ্ধার ততপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। আহতদের দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, দুর্ঘটনার একদিন আগে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ফেসবুক পেজে রহস্যময় পোস্ট ভাইরাল হয়। ২০ জুলাই (রোববার) পোস্টটিতে বলা হয়, ‘একটি স্কুল ভবন ধসে পড়বে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।’ দুর্ঘটনার পর ২১ জুলাই ওই পেজ থেকে আরেকটি পোস্টে বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে দাবি করা হয়, তারা আগেই সতর্কবার্তা দিয়েছিল। এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

তবে বাংলাদেশি সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পেজটি অনলাইন বেটিং ও স্ক্যামিং কার্যক্রমের সঙ্গে জড়িত। ‘প্রোবফ্লাই আইটি’র ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান জানান, পেজটি দুই নাইজেরিয়ান ও এক আমেরিকানসহ চারজন পরিচালনা করছিল। তাদের পরিচয় উন্মোচনের পর পেজটি নিষ্ক্রিয় করা হয়। তিনি গুজবে কান না দিয়ে সত্য তথ্য প্রচারের আহ্বান জানান। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র সাবেক ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দিন শিশিরও নিশ্চিত করেছেন, পেজটি কোনো হ্যাকার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং এটি জুয়া প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছিল।

দুর্ঘটনার কারণ তদন্তে বিমানবাহিনী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক প্রকাশ করে বলেছেন, এ ঘটনার তদন্ত করা হবে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.