জেমিনি চ্যাটবটে ছবি থেকে ভিডিও তৈরির নতুন সুবিধা যুক্ত
গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর জেমিনি চ্যাটবটে নতুন একটি সুবিধা যুক্ত করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ছবি থেকে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন। এই ফিচারের সাহায্যে ভিডিওর সঙ্গে পরিবেশ উপযোগী শব্দ, ব্যাকগ্রাউন্ড অডিও এবং কথোপকথনের মতো বিভিন্ন ধরনের শব্দও যুক্ত করা যাবে।গুগল জানিয়েছে, এই নতুন সুবিধা তাদের ভিডিও জেনারেশন মডেল ‘ভিও থ্রি’ (Veo 3) ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র নির্দিষ্ট দেশে বসবাসকারী জেমিনি এআই প্রো এবং আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ হবে। ১১ জুলাই থেকে জেমিনির ওয়েব সংস্করণে এই ফিচার চালু হলেও, আগামী কয়েক দিনের মধ্যে মোবাইল অ্যাপেও এটি পাওয়া যাবে। গুগলের তথ্য অনুযায়ী, ছবি থেকে ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের জেমিনির ‘প্রম্পট বার’-এর ‘টুলস’ অপশন থেকে ‘ভিডিও’ নির্বাচন করতে হবে। এরপর একটি ছবি আপলোড করে ভিডিওর নড়াচড়া বা অ্যানিমেশনের ধরন বিস্তারিতভাবে লিখিত নির্দেশনার মাধ্যমে জানাতে হবে। ব্যবহারকারীরা চাইলে সংলাপ, সাউন্ড ইফেক্ট বা পরিবেশের বিভিন্ন শব্দ যুক্ত করার নির্দেশনাও দিতে পারবেন। তৈরি হওয়া ভিডিও এমপিফোর ফরম্যাটে সংরক্ষণ করা যাবে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের ছবি, নিজের আঁকা চিত্র বা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। প্রতিটি ভিডিওতে গুগলের ‘সিন্থ আইডি’ নামে একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত থাকবে, যা নির্দেশ করবে যে ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। এটি ভিডিওর সত্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।