সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ পর্বে বিজয়ী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত |
হুয়াওয়ে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী আট শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলেন: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সায়েদ আতিফ রায়হান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফারিসা জায়নাহ জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাফিম করিম খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মো. রেজওয়ান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া ইফফাত, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মো. সাফিউস সিফাত এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নুফসাত ফারুক ও ওয়াসিফ উদ্দিন। এই শিক্ষার্থীরা চীনে হুয়াওয়ের সদর দপ্তরে অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। শনিবার (১২ জুলাই ২০২৫) ঢাকায় হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।হুয়াওয়ে বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় স্নাতক পর্যায়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের তৈরি প্রকল্পগুলোর সম্ভাবনা মূল্যায়ন করে শীর্ষ আটজনকে বিজয়ী নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনেসকো ঢাকার হেড অব অফিস অ্যান্ড রিপ্রেজেনটেটিভ সুশান ভাইজ বলেন, ‘হুয়াওয়ের “সিডস ফর দ্য ফিউচার” প্রতিযোগিতার কৌশলগত অংশীদার হিসেবে আমরা গর্বিত। এই উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজয়ীদের দক্ষতা ও উৎসাহ প্রমাণ করে তারা দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন। আমি বিশ্বাস করি, এই মেধাবী তরুণ-তরুণীরা আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবেন।’ হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও পরিচালনা বোর্ডের পরিচালক লিন হাই বলেন, ‘বাংলাদেশে সিডস ফর দ্য ফিউচারের মাধ্যমে আমরা প্রতিবছর মেধাবীদের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। এই প্রতিযোগিতা হুয়াওয়ের “বাংলাদেশে, বাংলাদেশের জন্য” লক্ষ্যের প্রতিফলন, যা দেশের মেধাবীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শক্তিশালী আইসিটি খাত গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরে। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছে, তা বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ প্রসঙ্গত, হুয়াওয়ে ২০১৪ সাল থেকে বাংলাদেশে নিয়মিত ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা অত্যাধুনিক প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞদের দিকনির্দেশনা লাভের সুযোগ পাচ্ছে। **পুরস্কার ও সুযোগ** বাংলাদেশ পর্বের চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ীরা হুয়াওয়ে মেটবুক পাবেন। প্রথম রানারআপের জন্য রয়েছে হুয়াওয়ে প্যাড এবং দ্বিতীয় রানারআপের জন্য হুয়াওয়ে স্মার্টওয়াচ। এছাড়া, শীর্ষ আট বিজয়ী চীনে ‘টেক ফর গুড’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।