ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে ‘ওয়ানপ্লাস নর্ড ৫’ ও ‘ওয়ানপ্লাস নর্ড সিই৫’ নামে দুটি নতুন স্মার্টফোন এনেছে। ফোন দুটিতে যথাক্রমে ৬,৮০০ ও ৭,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির কারণে ফোন দুটি এক ঘণ্টারও কম সময়ে সম্পূর্ণ চার্জ হয়। ফলে ব্যাটারি নিয়ে চিন্তার প্রয়োজন হয় না। গত বুধবার রাতে রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) একটি অনুষ্ঠানে ফোনগুলোর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ওয়ানপ্লাস ওয়াচ ৩ স্মার্টওয়াচ, ওয়ানপ্লাস প্যাড ৩ ট্যাবলেট ও ওয়ানপ্লাস বাডস ৪ উন্মুক্ত করা হয়। ওয়্যার ওএস ৫-এ চলা ওয়াচ ৩-এ পাওয়ার সেভার মোড থাকায় এক চার্জে ১৬ দিন পর্যন্ত চলে। ১৩.২ ইঞ্চি ৩.৪কে ডিসপ্লে ও ১৫৫ হার্জ রিফ্রেশ রেটের প্যাড ৩-এ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর রয়েছে, যা উচ্চ রেজল্যুশনের কনটেন্টের জন্য উপযুক্ত।