তাইওয়ান বিদেশি তরুণ প্রতিভাদের জন্য গ্রীষ্মকালীন ক্যাম্প ও বিশ্ববিদ্যালয় কোর্স চালু করেছে, যাতে তারা চিপ ডিজাইন ও উৎপাদনের মতো অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে পারেন। এই ক্যাম্পের উদ্দেশ্য দেশটির গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পে আগ্রহ বাড়ানো। জন্মহার দ্রুত কমে যাওয়ায় ভবিষ্যতে হাজার হাজার চাকরির পদ ফাঁকা থাকতে পারে। এই ক্যাম্পের মাধ্যমে তাইওয়ান নতুন দক্ষ তরুণ প্রজন্ম তৈরির লক্ষ্য নিয়েছে।
চুয়েহ বলেন, “আমি ভিডিও গেম খেলতে খুব পছন্দ করি, তাই সবসময় চিপযুক্ত পণ্য ব্যবহার করেছি।” তার এই আগ্রহ দেখেই মা-বাবা তাকে ক্যাম্পে ভর্তি করেছেন বলে তিনি জানান।
ক্যাম্পটির আয়োজন করেছে মার্কিন চিপ ডিজাইন সফটওয়্যার কোম্পানি ‘সিনোপসিস’। এ বছর প্রথমবারের মতো ম্যান্ডারিন ও ইংরেজি উভয় ভাষায় ক্যাম্পটি আয়োজিত হয়েছে। তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্ব বিবেচনায় বিদেশি মেধাবী তরুণদের আকর্ষণ করতে চায় দেশটি।
সিনোপসিস-এর তাইওয়ান চেয়ারম্যান রবার্ট লি বলেন, “শৈশব থেকেই স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাকে জোরদার করা জরুরি। এসব ক্যাম্প চিপ শিল্পে আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যতের প্রযুক্তিগত দক্ষ জনশক্তি গঠনে সহায়তা করবে।” তিনি আরও বলেন, “তাইওয়ান সেমিকন্ডাক্টর শিল্পে শক্তিশালী, কিন্তু জন্মহার কমে যাওয়ায় কর্মী সংকটের আশঙ্কা রয়েছে। তাই আমরা এখানে কার্যকর পদক্ষেপ নিচ্ছি।”
সিনোপসিস ইংরেজি সংস্করণের জন্য ৩৩ হাজার তাইওয়ান ডলার এবং ম্যান্ডারিন সংস্করণের জন্য ১০ হাজার ৯০০ তাইওয়ান ডলার ফি নিচ্ছে। সিঙ্গাপুরে বসবাসকারী তাইওয়ান-বেলজিয়ামের দ্বৈত নাগরিক চুয়েহ বলেন, “সেমিকন্ডাক্টরকে আমি আকর্ষণীয় পেশা হিসেবে দেখি। এটি ভবিষ্যতে এআইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে।”
তাইওয়ানের জনসংখ্যা মাত্র দুই কোটি ৩০ লাখ হলেও, বিশ্বের সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থায় এর বিশাল প্রভাব রয়েছে। ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএসএমসি), মিডিয়া টেক ও ইউএমসির মতো কোম্পানি এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জন্মহার কমে যাওয়ায় এবং স্টেম বিষয়ে স্নাতকদের সংখ্যা ১৫ শতাংশ কমে যাওয়ায় শিল্পটি চ্যালেঞ্জের মুখে রয়েছে।
‘১০৪ কর্পোরেশন’-এর তথ্য অনুযায়ী, সেমিকন্ডাক্টর খাতে চাকরির সুযোগ ২০২০ সালে ১৯ হাজার ৪০১ থেকে বেড়ে এ বছর ৩৩ হাজার ৭২৫-এ পৌঁছেছে। জটিল ডিজাইন ও গবেষণার পাশাপাশি উৎপাদন কর্মীদের ঘাটতি শিল্পের জন্য বড় সমস্যা।
‘ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি’ বিদেশি শিক্ষার্থীদের জন্য সেমিকন্ডাক্টর স্নাতক প্রোগ্রাম শুরু করেছে, যেখানে ম্যান্ডারিন ভাষার কোর্সও রয়েছে। এছাড়া, টিএসএমসি জার্মান শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। ‘ন্যাশনাল ইয়াং মিং জিয়াও টং ইউনিভার্সিটি’ টিএসএমসি’র সঙ্গে মিলে শিশুদের জন্য ইন্টারঅ্যাক্টিভ শিক্ষামূলক প্রোগ্রাম শুরু করেছে, যাতে চিপ বিজ্ঞান মজাদার হয়ে ওঠে।
ইউনিভার্সিটির প্রেসিডেন্ট চি-হুং লিন বলেন, “ছোটদের মধ্যে এখনই আগ্রহ তৈরি করতে পারলে ভবিষ্যতে তারা এই শিল্পের প্রতি ইতিবাচক হবে এবং কেউ কেউ এই কাজ পছন্দ করতে শুরু করবে।”