ট্রুকলার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের পর আইফোনে কল রেকর্ড করার সুযোগ থাকবে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ–কে দেওয়া এক বিবৃতিতে ট্রুকলারের আইওএস বিভাগের প্রধান নকুল কাবরা বলেন, ‘আইফোনে লাইভ কলার আইডি এবং অটোমেটিক স্প্যাম কল ব্লকিং সুবিধাগুলোর উন্নয়নে বেশি গুরুত্ব দিতেই কলরেকর্ডিং সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে।’
প্রযুক্তিগত সীমাবদ্ধতাই প্রধান কারণ
২০২৩ সালের জুনে আইফোন ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক কল রেকর্ডিং চালু করেছিল ট্রুকলার। তবে অ্যাপলের নীতিমালা অনুযায়ী আইওএসে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ সরাসরি কল রেকর্ড করতে পারে না। এর ফলে ট্রুকলারকে বিকল্প একটি পদ্ধতি গ্রহণ করতে হয়, যেখানে কল রেকর্ড করতে একটি আলাদা রেকর্ডিং লাইন যুক্ত করা হতো।
কিন্তু এই পদ্ধতি যেমন প্রযুক্তিগতভাবে জটিল, তেমনি এতে ব্যয়ও বেশি হয়। ফলে ট্রুকলার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আইওএস প্ল্যাটফর্ম থেকে এই ফিচার পূর্ণভাবে তুলে নেওয়া হবে।
রেকর্ড সংরক্ষণের শেষ সময় ৩০ সেপ্টেম্বর
ট্রুকলার জানিয়েছে, যাদের অ্যাপে আগের রেকর্ড করা কল সংরক্ষিত আছে, তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ের পর সমস্ত রেকর্ড স্থায়ীভাবে মুছে যাবে।
রেকর্ড সংরক্ষণের প্রক্রিয়া:
-
ট্রুকলার অ্যাপ চালু করে ‘রেকর্ড’ ট্যাবে যেতে হবে।
-
এরপর ডান পাশে থাকা ‘সেটিংস’ আইকনে চাপ দিয়ে ‘স্টোরেজ প্রিফারেন্স’ নির্বাচন করতে হবে।
-
সেটি ‘আইক্লাউড স্টোরেজ’ হিসেবে নির্ধারণ করতে হবে।
-
নির্দিষ্ট কোনো রেকর্ড আলাদাভাবে সংরক্ষণ করতে চাইলে ‘রেকর্ড’ ট্যাবে গিয়ে রেকর্ডিংয়ের ওপর বাঁ দিকে সোয়াইপ করতে হবে এবং ‘শেয়ার’ বা ‘এক্সপোর্ট’ অপশনে চাপ দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় সংরক্ষণ করতে হবে।
ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি
ট্রুকলার জানিয়েছে, ভবিষ্যতে তারা আইওএস প্ল্যাটফর্মে আরও উন্নত ও কার্যকর কল সুরক্ষা সুবিধা যোগ করতে কাজ করে যাচ্ছে। তবে কল রেকর্ডিং সুবিধাটি চূড়ান্তভাবে বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
এই পরিবর্তনে আইফোন ব্যবহারকারীদের কিছুটা অসুবিধা হলেও, গোপনীয়তা রক্ষা ও প্রযুক্তিগত বাস্তবতাই এই সিদ্ধান্তের মূল ভিত্তি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।