ব্যবহারকারীদের অনলাইন সার্চ অভিজ্ঞতায় বৈচিত্র্য আনতে গুগল সার্চ ইঞ্জিনে নতুন সুবিধা যুক্ত করছে গুগল। এরই অংশ হিসেবে এবার ‘প্রেফার্ড সোর্সেস’ নামে একটি সুবিধা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের সংবাদমাধ্যমের খবর সহজেই গুগল সার্চের ‘টপ স্টোরিজ’ তালিকায় শীর্ষে দেখতে পাবেন।
গুগলের টপ স্টোরিজ অংশে কোনো চলতি ঘটনার খোঁজ করলে বিভিন্ন ওয়েবসাইটের প্রাসঙ্গিক সংবাদ বা তথ্য একসঙ্গে প্রদর্শিত হয়। নতুন ‘প্রেফার্ড সোর্সেস’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের নির্বাচিত সংবাদমাধ্যমের খবর বর্তমানের তুলনায় বেশি প্রাধান্য পাবে। গুগল জানিয়েছে, গত জুন মাস থেকে নির্দিষ্ট ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এই সুবিধা ব্যবহার করার সুযোগ পেয়েছেন। এখন এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারতে বসবাসকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
এই সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীদের কোনো বিষয় সার্চ করে টপ স্টোরিজ শিরোনামের পাশে থাকা আইকনে ক্লিক করতে হবে। এরপর পছন্দের সংবাদমাধ্যম নির্বাচন করে তালিকা রিফ্রেশ করলেই সেই মাধ্যমের খবর টপ স্টোরিজের শীর্ষে প্রদর্শিত হবে। পছন্দের সংবাদমাধ্যম নির্বাচনে কোনো সংখ্যাগত সীমাবদ্ধতা থাকবে না।
সম্প্রতি গুগলের এআই-নির্ভর সার্চ ফিচারের কারণে সংবাদমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়েছে। তবে গুগল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, গত বছরের তুলনায় ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা ‘প্রায় স্থিতিশীল’ রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে ব্যবহারকারীরা ফোরাম, পডকাস্ট, ভিডিও এবং বিশ্বস্ত কণ্ঠস্বরসমৃদ্ধ ওয়েবসাইটে আগের তুলনায় বেশি ভিজিট করছেন।