রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’র ২০তম আসরের বিস্তারিত তুলে ধরা হয়। এই অলিম্পিয়াডের মাধ্যমে দেশজুড়ে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মেধা যাচাই কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রায়হান কবির। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাস্ট্র Reformed
এই আয়োজন শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিভার স্বাক্ষর রাখার একটি অনন্য সুযোগ বলে জানান আয়োজকরা।