Wednesday, July 16, 2025

ডেস্কটপ কম্পিউটারে কোপাইলট এআই চালু করছে মাইক্রোসফট


মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজনের জন্য বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৫ সালের শেষ নাগাদ ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্যও মাইক্রোসফটের তৈরি এআই-চালিত কোপাইলট চ্যাটবট সুবিধা চালু করা হবে। বর্তমানে শুধুমাত্র ল্যাপটপে এই কোপাইলট চ্যাটবট ব্যবহারের সুযোগ রয়েছে।[

বিশেষজ্ঞদের মতে, আগামী অক্টোবরের পর উইন্ডোজ ১০-এর কারিগরি সহায়তা বন্ধ হয়ে যাবে। ফলে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে উৎসাহিত করতে মাইক্রোসফট সফটওয়্যার ও হার্ডওয়্যারে নতুনত্ব আনার চেষ্টা করছে। বাজারে ইতিমধ্যে স্ন্যাপড্রাগন এক্স এবং এএমডি প্রসেসরযুক্ত কিছু ল্যাপটপে কোপাইলট চ্যাটবট পাওয়া যাচ্ছে। তবে ডেস্কটপ কম্পিউটারে এই সুবিধা চালু হলে তুলনামূলক কম খরচে আরও বেশি ব্যবহারকারী এআই প্রযুক্তির সুবিধা নিতে পারবেন। এই উদ্যোগ বাস্তবায়নে প্রসেসর নির্মাতা ইন্টেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইন্টেল ইতিমধ্যে নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) সমৃদ্ধ প্রসেসর বাজারে এনেছে, তবে বর্তমানে এটি কোপাইলট চ্যাটবট চালানোর জন্য উপযুক্ত নয়। এই সমস্যা সমাধানে ইন্টেল ‘অ্যারো লেক’ নামে একটি নতুন প্রজন্মের প্রসেসর তৈরি করছে, যা উন্নত এনপিইউ-সহ ডেস্কটপ কম্পিউটারে কোপাইলট চালানোর ক্ষমতা রাখবে কোপাইলট বর্তমানে মাইক্রোসফটের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত পণ্য। বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে প্রতিষ্ঠানটি কোপাইলট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছে। তবে কোপাইলটযুক্ত ল্যাপটপগুলো এখনো অনেক ব্যবহারকারীর প্রত্যাশা পূরণ করতে পারেনি। এছাড়া, এই ল্যাপটপগুলোর উচ্চ মূল্যের কারণে অনেকেই তা কিনতে সক্ষম হন না। ফলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা ডেস্কটপ কম্পিউটারে কোপাইলট চালু করে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের এই উদ্যোগ ব্যবহারকারীদের জন্য এআই প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য ও সাশ্রয়ী করবে বলে আশা করা হচ্ছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.