সর্বশেষ

Sunday, August 17, 2025

অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা এক্সএআই-এর, অভিযোগ একচেটিয়া ব্যবসাবিরোধী আইন লঙ্ঘনের

অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা এক্সএআই-এর, অভিযোগ একচেটিয়া ব্যবসাবিরোধী আইন লঙ্ঘনের

 মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই অ্যাপলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। অ্যাপলের অ্যাপ স্টোরের র‌্যাংকিং ব্যবস্থাপনায় একচেটিয়া ব্যবসাবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মাস্ক।

এক্সে এক পোস্টে ইলন মাস্ক বলেন, “অ্যাপল এমনভাবে আচরণ করছে যে ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কম্পানির পক্ষে অ্যাপ স্টোরে এক নম্বরে ওঠা অসম্ভব। এটি স্পষ্টভাবে একচেটিয়া ব্যবসাবিরোধী আইনের লঙ্ঘন। এক্সএআই অবিলম্বে আইনি পদক্ষেপ নেবে।” তবে এই অভিযোগের পক্ষে মাস্ক কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অ্যাপল, ওপেনএআই এবং এক্সএআই এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের ‘টপ ফ্রি অ্যাপস’ তালিকায় শীর্ষে রয়েছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি। এক্সএআই-এর গ্রোক অ্যাপ পঞ্চম স্থানে এবং গুগলের জেমিনাই ৫৭তম স্থানে রয়েছে। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, গুগল প্লে স্টোরেও চ্যাটজিপিটি শীর্ষে অবস্থান করছে। অ্যাপল ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসে চ্যাটজিপিটি সংযুক্ত করেছে।

এর আগে এক্সে আরেক পোস্টে মাস্ক অ্যাপল অ্যাপ স্টোরকে উদ্দেশ্য করে বলেন, “এক্স বিশ্বের এক নম্বর সংবাদ অ্যাপ এবং গ্রোক সব অ্যাপের মধ্যে পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও কেন আপনারা এদের ‘মাস্ট হ্যাভ’ বিভাগে রাখছেন না? রাজনীতি খেলছেন নাকি?”

অ্যাপলের অ্যাপ স্টোরের নিয়ন্ত্রণ নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। ‘ফোর্টনাইট’ গেমের নির্মাতা এপিক গেমস এ ধরনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছিল। চলতি বছরের এপ্রিলে এক মার্কিন বিচারক রায় দেন, অ্যাপল প্রতিযোগিতা বাড়ানোর জন্য আদালতের নির্দেশনা লঙ্ঘন করেছে। বিষয়টি ফৌজদারি অবমাননা তদন্তের জন্য ফেডারেল প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া, ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরে সস্তা বিকল্প ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপলকে ৫০ কোটি ইউরো জরিমানা করে, যা ডিজিটাল মার্কেটস অ্যাক্টের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কলের নতুন ফিচার: কল শিডিউল, রেইজ হ্যান্ডস ও রিয়েল টাইম ট্র্যাকিং

হোয়াটসঅ্যাপে গ্রুপ কলের নতুন ফিচার: কল শিডিউল, রেইজ হ্যান্ডস ও রিয়েল টাইম ট্র্যাকিং

হোয়াটসঅ্যাপের গ্রুপ কল ফিচার বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম। তবে ব্যস্ততা বা অফলাইনে থাকার কারণে অনেক সময় সবাই একসঙ্গে কলে যোগ দিতে পারেন না। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ সম্প্রতি তিনটি নতুন ফিচার চালু করেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ‘কল শিডিউল’। এই নতুন ফিচারগুলো গ্রুপ কলকে আরও সহজ, সুসংগঠিত ও প্রাণবন্ত করবে।

কল শিডিউল
‘কল শিডিউল’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকে গ্রুপ কলের তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট গ্রুপে জানিয়ে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই গ্রুপ সদস্যরা এই শিডিউলের বিজ্ঞপ্তি দেখতে পাবেন, ফলে নির্ধারিত সময়ে কলে যোগ দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে ‘কলস’ ট্যাবের ‘+’ বোতামে ক্লিক করে কলের দিন ও সময় নির্বাচন করা যাবে। কল শুরুর কিছুক্ষণ আগে অংশগ্রহণকারীদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া, ‘কলস’ ট্যাবে আসন্ন কলের তালিকা, অংশগ্রহণকারীদের নাম এবং ব্যক্তিগত ক্যালেন্ডারে লিংক যোগ করার সুবিধাও রয়েছে।

রেইজ হ্যান্ডস ও ইমোজি রিঅ্যাকশন
গ্রুপ কলকে আরও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপ যুক্ত করেছে ‘রেইজ হ্যান্ডস’ ফিচার। এর মাধ্যমে কথোপকথনের মাঝে বাধা না দিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করা যাবে। এছাড়া, ইমোজি রিঅ্যাকশন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে মতামত বা অনুভূতি জানানো সম্ভব, যা কলকে আরও আকর্ষণীয় করে তুলবে।

রিয়েল টাইম ট্র্যাকিং
কল লিংক তৈরিকারীদের জন্য যুক্ত হয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা। কেউ লিংকের মাধ্যমে কলে যোগ দিলে গ্রুপ প্রশাসক তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন। এর ফলে কলের অংশগ্রহণকারীদের উপস্থিতি সহজেই ট্র্যাক করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন ফিচারগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত, যাতে অংশগ্রহণকারীদের বাইরে কেউ কলের তথ্য জানতে না পারে। এই সুবিধাগুলো বিশ্বব্যাপী ধাপে ধাপে চালু হচ্ছে, যা ব্যক্তিগত ও পেশাগত গ্রুপ কলকে আরও সুবিধাজনক ও কার্যকর করবে।

Friday, August 15, 2025

চীনা গবেষকরা উদ্ভাবন করলেন অগ্ন্যাশয় ক্যানসার দ্রুত শনাক্ত করার নতুন জিনগত প্রযুক্তি

চীনা গবেষকরা উদ্ভাবন করলেন অগ্ন্যাশয় ক্যানসার দ্রুত শনাক্ত করার নতুন জিনগত প্রযুক্তি

 চীনা গবেষকরা এমন একটি নতুন জিনগত বিশ্লেষণ প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন, যা অগ্ন্যাশয় ক্যানসারসহ অন্যান্য ক্যানসার দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম। চীনা বিজ্ঞান একাডেমির গুয়াংজু ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথের অধ্যাপক লিন দা এবং সাংহাই জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি অ্যানিম্যাল সেন্টারের পরিচালক ইয়াং ইউছিনের নেতৃত্বে তৈরি করা এই প্রযুক্তি ‘ইউনি-সি’ নামে পরিচিত।

গবেষকদের দাবি, মাত্র ১৮ ঘণ্টায় ‘ইউনি-সি’ সম্পূর্ণ ডিএনএ বিশ্লেষণ করতে সক্ষম এবং এটি প্রচলিত বায়োপসির সমান নির্ভুল ফল দেয়। প্রযুক্তিটি একসঙ্গে তিন ধরনের গুরুত্বপূর্ণ জিনগত তথ্য বিশ্লেষণ করতে পারে—বৃহৎ কাঠামোগত পরিবর্তন, ক্ষুদ্র মিউটেশন এবং ৩-ডি ক্রোমাটিনের গঠন।

গবেষণায় ব্যবহৃত হয়েছে রক্তে পাওয়া বিরল সার্কুলেটিং টিউমার সেল (সিটিসি), যা টিউমার থেকে রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক টিউমারের সম্পূর্ণ জিনোমিক প্রোফাইল বহন করে। ইউনি-সি মাত্র সাতটি সিটিসি ব্যবহার করেও টিউমারের ক্ষুদ্র মিউটেশন ও কাঠামোগত পরিবর্তন প্রায় ৯০ শতাংশ নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

প্রযুক্তিটি কেবল ক্যানসার শনাক্তে নয়, চিকিৎসাতেও সহায়তা করছে। গবেষকরা ইউনি-সি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০টি কাস্টম-মেড অ্যান্টিজেন তৈরি করেছেন, যা প্রাণী পরীক্ষায় শরীরের প্রতিরোধী কোষ সক্রিয় করেছে। সাধারণ ওষুধের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে টিউমারের আকার প্রায় অর্ধেকে নেমে এসেছে।

চীনা একাডেমি অব সায়েন্সেসের মতে, ‘ইউনি-সি’ বিরল টিউমার কোষের বিবর্তন ট্র্যাকিং, চিকিৎসার লক্ষ্য নির্ধারণ এবং গণ-চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষকরা আশা করছেন, এটি ভবিষ্যতে অন্যান্য ক্যানসার শনাক্ত ও চিকিৎসায় বিপ্লব ঘটাবে।

অধ্যাপক লিন দা জানিয়েছেন, এই প্রযুক্তি মৌলিক গবেষণা ও চিকিৎসার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে, কোষ বিভাজনের ধাপ নির্ধারণ, রোগ সৃষ্টিকারী জিন শনাক্তকরণ এবং ক্যানসারের প্রাথমিক চিকিৎসায় সহায়তা করবে।

চীনে প্রথমবারের মতো এআই-নির্ভর রোবট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চীনে প্রথমবারের মতো এআই-নির্ভর রোবট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 
বিশ্বের রোবোটিকস দুনিয়ায় নতুন অধ্যায় খুলল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। সম্প্রতি চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো এআই-নির্ভর রোবটদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই খেলার ফুটবল মাঠ ছাড়া বাকি সবই কৃত্রিম উপাদান দিয়ে তৈরি করা হয়।

বুস্টার রোবোটিকসের তৈরি হিউম্যানয়েড রোবটরা মাঠে নেমে স্বয়ংক্রিয়ভাবে ট্যাকল, পাস ও শট দিতে থাকে—কোনও ধরনের মানব নিয়ন্ত্রণ ছাড়াই। খেলা চলাকালে কিছু রোবট পড়ে গেলেও দ্রুত উঠে আবার খেলা চালিয়ে যায়। প্রতিটি গোলের সময় দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।

প্রতিযোগিতার নতুন ফরম্যাটে প্রতিটি দলে দুই ফরোয়ার্ড, দুই ডিফেন্ডার ও একজন গোলরক্ষক রাখা হয়েছে। ম্যাচটি দুই অর্ধে বিভক্ত ছিল, প্রতিটি অর্ধ ১৫ মিনিট এবং মাঝে ১০ মিনিট বিরতি। খেলার নিয়মাবলি প্রায় ৭০ পৃষ্ঠার এবং মানুষের ফুটবলের সঙ্গে মিল থাকলেও রোবটদের জন্য বিশেষ কিছু নিয়ম যোগ করা হয়েছে। যেমন, ফ্রি-কিকের পর প্রতিপক্ষ দলকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয় যাতে এআই সঠিকভাবে খেলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।

এই প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হয়ে তিন দিনব্যাপী চলবে। এতে ১৬ দেশের ২৮০ দলের হয়ে ৫০০টিরও বেশি রোবট অংশ নিচ্ছে। মোট ২৬টি ক্রীড়া বিভাগে ৫৩৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে ফুটবল, অ্যাথলেটিকস ও জিমন্যাস্টিকস অন্তর্ভুক্ত।

এর আগে গত ২৭ জুন বেইজিংয়ে চীনের প্রথম এআই রোবট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মাত্র তিনটি রোবটের দল অংশগ্রহণ করেছিল। এবার নতুন ফরম্যাটে রোবট ফুটবলের সাফল্য আরও বিস্তৃত ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

দুর্বল পাসওয়ার্ডে বাড়ছে সাইবার ঝুঁকি, বিশেষজ্ঞদের চার পরামর্শ

দুর্বল পাসওয়ার্ডে বাড়ছে সাইবার ঝুঁকি, বিশেষজ্ঞদের চার পরামর্শ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বারবার সতর্কতা সত্ত্বেও অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ছে দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের কারণে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে হ্যাকারদের কৌশলও হয়েছে আরও উন্নত, ফলে সাধারণ বা সহজে অনুমেয় পাসওয়ার্ড ব্যবহারকারীরা পড়ছেন বড় ধরনের সাইবার ঝুঁকিতে।

বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যাংকিং, ই-মেইল কিংবা স্মার্টফোন—সবক্ষেত্রেই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার অপরিহার্য। অনলাইনে সুরক্ষা নিশ্চিত করতে কিছু কার্যকর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা। এর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ উপায় হলো—

১. জটিল পাসওয়ার্ড ব্যবহার: বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড তৈরি করা নিরাপদ। সবচেয়ে ভালো হয় এলোমেলোভাবে জেনারেট করা পাসওয়ার্ড ব্যবহার করলে। এগুলো মনে রাখা কঠিন হওয়ায় নিরাপদভাবে লিখে রাখা বা সংরক্ষণ জরুরি।

২. টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা: সংবেদনশীল অ্যাকাউন্টে (যেমন ব্যাংক অ্যাকাউন্ট) দুই ধাপের যাচাই পদ্ধতি ব্যবহার করলে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকারদের পক্ষে প্রবেশ করা কঠিন হয়।

৩. একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার না করা: একাধিক প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার করলে ‘ক্রিডেনশিয়াল স্টাফিং’ আক্রমণের ঝুঁকি বেড়ে যায়। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা নিরাপত্তা বহুগুণ বাড়ায়।

৪. পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার: জটিল ও আলাদা পাসওয়ার্ড মনে রাখতে সাহায্য করে পাসওয়ার্ড ম্যানেজার। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এমন ম্যানেজার ব্যবহার করা ভালো যা পাসওয়ার্ড অনলাইনে না রেখে কেবল স্থানীয় ডিভাইসে সংরক্ষণ করে। অফলাইন ডিভাইস-ভিত্তিক পাসওয়ার্ড ম্যানেজার সবচেয়ে নিরাপদ।

সাইবার বিশেষজ্ঞদের মতে, এই চারটি অভ্যাস মেনে চললে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বহুলাংশে নিশ্চিত করা সম্ভব এবং অনলাইন হ্যাকিংয়ের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

Thursday, August 14, 2025

অনার প্যাড এক্স৭: বাংলাদেশে নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট, দাম ১২,৯৯৯ টাকা

অনার প্যাড এক্স৭: বাংলাদেশে নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট, দাম ১২,৯৯৯ টাকা

 অনার বাংলাদেশ দেশের বাজারে নিয়ে এসেছে নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট ‘অনার প্যাড এক্স৭’। এই কমপ্যাক্ট ট্যাবলেট কম্পিউটারে রয়েছে ৭,০২০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। এছাড়া, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধার কারণে এটি দ্রুত চার্জ করা যায় এবং পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা সম্ভব। ফলে এই ট্যাবলেট দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যায়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনার বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮.৭ ইঞ্চি পর্দার এই ট্যাবলেটের রিফ্রেশ রেট ৯০ হার্টজ, যা উচ্চমানের ছবি ও ভিডিও দেখার জন্য আদর্শ। স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে চালিত এই ট্যাবলেটে চোখের সুরক্ষার জন্য একাধিক বিল্ট-ইন ফিচার রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারেও চোখের ক্ষতি প্রতিরোধ করে।

ট্যাবলেটটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফির জন্য সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর মাধ্যমে ছবি তোলা, ভিডিও ধারণ এবং বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা যায়। এই ট্যাবলেট কম্পিউটারের দাম নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা।

গুগল সার্চে নতুন সুবিধা ‘প্রেফার্ড সোর্সেস’: পছন্দের সংবাদমাধ্যমের খবর শীর্ষে

গুগল সার্চে নতুন সুবিধা ‘প্রেফার্ড সোর্সেস’: পছন্দের সংবাদমাধ্যমের খবর শীর্ষে

 ব্যবহারকারীদের অনলাইন সার্চ অভিজ্ঞতায় বৈচিত্র্য আনতে গুগল সার্চ ইঞ্জিনে নতুন সুবিধা যুক্ত করছে গুগল। এরই অংশ হিসেবে এবার ‘প্রেফার্ড সোর্সেস’ নামে একটি সুবিধা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের সংবাদমাধ্যমের খবর সহজেই গুগল সার্চের ‘টপ স্টোরিজ’ তালিকায় শীর্ষে দেখতে পাবেন।

গুগলের টপ স্টোরিজ অংশে কোনো চলতি ঘটনার খোঁজ করলে বিভিন্ন ওয়েবসাইটের প্রাসঙ্গিক সংবাদ বা তথ্য একসঙ্গে প্রদর্শিত হয়। নতুন ‘প্রেফার্ড সোর্সেস’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের নির্বাচিত সংবাদমাধ্যমের খবর বর্তমানের তুলনায় বেশি প্রাধান্য পাবে। গুগল জানিয়েছে, গত জুন মাস থেকে নির্দিষ্ট ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এই সুবিধা ব্যবহার করার সুযোগ পেয়েছেন। এখন এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারতে বসবাসকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

এই সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীদের কোনো বিষয় সার্চ করে টপ স্টোরিজ শিরোনামের পাশে থাকা আইকনে ক্লিক করতে হবে। এরপর পছন্দের সংবাদমাধ্যম নির্বাচন করে তালিকা রিফ্রেশ করলেই সেই মাধ্যমের খবর টপ স্টোরিজের শীর্ষে প্রদর্শিত হবে। পছন্দের সংবাদমাধ্যম নির্বাচনে কোনো সংখ্যাগত সীমাবদ্ধতা থাকবে না।

সম্প্রতি গুগলের এআই-নির্ভর সার্চ ফিচারের কারণে সংবাদমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়েছে। তবে গুগল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, গত বছরের তুলনায় ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা ‘প্রায় স্থিতিশীল’ রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে ব্যবহারকারীরা ফোরাম, পডকাস্ট, ভিডিও এবং বিশ্বস্ত কণ্ঠস্বরসমৃদ্ধ ওয়েবসাইটে আগের তুলনায় বেশি ভিজিট করছেন।